মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর উদ্যােগে পার্সোনাল ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সােমবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক কার্যালয়ে আয়ােজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সভাপতি চৌধুরী মাে. আফজাল হােসেন নিছারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কর্মকর্তা মাে. নেওয়াজ শরীফ মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান লিয়াকত আলী মাস্টার, বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা সমবায় কর্মকতা আবদুর রহমান, সাংবাদিক ও সংস্কৃতি কর্মী মনির হােসেন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর পরিচালক কাজী শাহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার মাে. সােহরাব উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা সমবায় অফিসার মো. নেওয়াজ শরীফ মজুমদার বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে মানুষের কল্যাণে সমবায় কার্যক্রমকে জােরদার করেছিলেন। বঙ্গবন্ধুই সমবায়ের মাধ্যমে দেশের নানান প্রান্তে কৃষকদেরকে সেচ, বীজ, সার, কিটনাশক সরবরাহ ও প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তুলেছিলেন। তিনি আরাে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ ও যথা সময়ে কিস্তি প্রদানের মাধ্যমে নিজেদের আত্ম সামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই ঋণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলরও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে ১২ জন সরকারি কর্মকতা ও কর্মচারির হাতে ৩২ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply