স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরের ফতেহপুর মাস্টার বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ হামদু চৌধুরীকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় উপজেলার চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে নামাজে জানাজার আগে অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে কুমিল্লা সেনানিবাসের লেফটেন্যান্ট মোঃ জিহাদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলিমসহ ২০ জনের একটি সেনাবাহিনীর দল তাকে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় মহান মুক্তিযুদ্ধের এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য গার্ড অব অনার প্রদান করেন ও মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হামদু চৌধুরী দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ১৭ মার্চ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী একমাত্র ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে মোঃ রুমেল চৌধুরী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ কর্মরত আছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply