হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে শিমরাইলকাদি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে জাতীয় সঙ্গীত পরিবশেনের মাধ্যমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হাজী মোঃ হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক ফােয়াদ আল জিসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে এম আনােয়ার হােসেন আনার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী পাল,পরিচালনা পর্ষদের সদস্য বাদল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, শ্রম সম্পাদক আমানুল্লাহ খান নাসু, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা ও অভিভাবকবৃন্দসহ শত শত ছাত্র ছাত্রীবৃন্দ।
বক্তারা মহান নেতার আদর্শকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিদ্যালয়ের শিশু শ্রেণি হইতে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীদের মাধ্যমে হামদ্, নাথ, ক্বেরাত, ছড়া ও কবিতা আবত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযােগিতায় অংশগ্রহণকারী ৩৮ জন ছাত্র/ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মিলাদ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দােয়া পরিচালনা করেন পাওয়ার হাউজ রােড জামে মসজিদের খতিব হাফেজ মাও. আলহাজ্ব মোঃ জাকারিয়া। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply