আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
করোনা মোকাবেলায় ঘরে আটকা পরা নিন্ম আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাসেল। এসময় পল্লীবিদ্যুত, উলুসরা, সুরিচালা, ভুলোয়া ও বোয়ালী এইসব এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন রাসেল ও তার লোকজন।খাদ্য সামগ্রী নিয়ে পৌছে দিচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। দেশের মানুষের এমন সংকট মূহুর্তে প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। কেবল উদার মনোভাবের নেতারা ছাড়া কেউ আসেনি। কালিয়াকৈরেও তার ব্যতিক্রম চিত্র নয়। যেখানে বিত্তবান অনেক রাজনৈতিক নেতারা রয়েছেন যারা ঘরের কোন অবস্থান করছেন। সে হিসেবে উপজেলার খেটে খাওয়া মানুষগুলো ওই সাবেক উপজেলা চেয়ারম্যান রাসেল এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।রেজাউল করিম রাসেল বলেন, দেশের এই পরিস্থিতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কখনো ঘরে বসে থাকতে পারেনা। আমার সাধ্যমতো যত ধরনের সহযোগিতা আছে আমি ও আমার লোকজন করে যাবো। উপজেলার প্রতিটি মহল্লায় আমাদের লোকজন খবর রাখছে।তিনি আরো বলেন, আপনারা নিজের,পরিবারের ও দেশের মানুষের জন্য ঘরে থাকুন। আপনাদের যেকোনো প্রয়োজনে সহায়তার জন্য আমরা বাইরে আছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply