সাকিবুর রহমান// সদর (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে সদর হাসপাতালে গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে আলট্রাসনোগ্রাফি পরিক্ষা কার্যক্রম। ফলে ভোগান্তি পড়ছে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা শত শত রোগী।
জানা যায়, গত ২৫ তারিখ থেকে আজ পর্যন্ত বন্ধ রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের আলট্রাসনোগ্রাফি পরিক্ষা কার্যক্রম। আরো জানা যায়,কক্সবাজার সদর হাসপাতালের আলট্রাসনোগ্রাফি ইনচার্জ ডা.ওসমান হোমকোয়ারেনাইনে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তার পরিবর্তে দায়িত্ব দেয়া হয় ডা.রাহাত নূর তুলিকে কিন্তু ডা.রাহাত নূর তুলি কোনো রেফারেন্স ছাড়াই বা কারণ ছাড়াই গত ২৫ তারিখ থেকে আজ পর্যন্ত হাসপাতালে অনুপস্থিত রয়েছে। যার কারণে ব্যহত হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী। শুধু রাহাত নূর তুলি নয়।
অভিযোগ রয়েছে, হাসপাতালে কর্মরত বিভিন্ন সংস্থার অনেক কর্মকর্তা ও কর্মচারী চলমান করোনা সংকটকে কাজে লাগিয়ে হাসপাতালে অনুপস্থিত থাকারও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মহিউদ্দিন বলেন, বর্তমানে করোনা ভাইরাসে কথা মাথায় রেখেডাক্তারদের জন্য সুরক্ষা পর্যাপ্ত সু-ব্যবস্থা করা হয়েছে। এর পরও যদি কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকে তাহলে বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply