লালমনিরহাট প্রতিনিধি
বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বর্তমানে আতঙ্কিত নাম মহামারি করোনা ভাইরাস। বিশেষজ্ঞগণের মতে, করোনা ভাইরাস মোকাববেলায় প্রয়োজন ব্যাপক সচেতনতার।
গত ২৬/০৩/২০২০ ইং হতে বাংলাদেশে সরকারী ছুটি ঘোষনার পর থেকে ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে সচেতনতা বাড়ানোর। পিছিয়ে নেই ছাত্রলীগ সংগঠনটিও। জনসচেতনতা বাড়াতে কমিটির নির্দেশনা অনুযায়ী লালমনিরহাটেও করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট জেলা ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৩০ মার্চ জেলার বিভিন্ন বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব চিহ্ন একে দিতে দেখা গেছে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে।
এসময় সহসভাপতি মোঃ হামিদুর রহমান, জাহাঙ্গীর আলম, সন্তোষ রায়, সহ সম্পাদক আব্দুল মান্নান মামুন সহ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়। জেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
মুদী দোকানের সামনে দূরত্ব সীমারেখা এঁকে দেয়া হয়েছে এমন এক দোকানদার এই উদ্যোগ সম্পর্কে বলেন- “সামাজিক দূরত্ব বজায় রাখতে ছাত্রলীগ ভাইদের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা ছাত্রলীগ নেতারা জানান “কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা পাওয়ার পর জেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সাবান, মাস্ক বিতরণ করে সচেতনতা বাড়ানোর কাজ করেছে এবং আমরা সর্ব সাধারণের দোরঘোরায় গিয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি।
আমরা প্রায় প্রতিদিন সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে চিহ্নিত করে দিয়েছি। আমরা ক্রেতা ও বিক্রেতা ভাইদের নিকট আকুল আবেদন জানাচ্ছি আপনারা এই নির্দেশনা মেনে চলবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অপ্রয়জনে ঘরের বাহিরে যাবেন না। আমারা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাহ্আল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
somoynewsbd24 এর সাথে আছি, থাকবো। শুভ কামনা সবসময়।