স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুনের আহবানে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষের সহযোগিতার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে গড়া “পাশে আছি আমরা” এর পক্ষ হতে দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণঘাট মালু পাড়ায়, ছয়বাড়িয়া ও সরকারপাড়ায় কর্মহীন দইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক উল্লাহ, সদর উপজেলা ইউএনও পঙ্কজ বড়ুয়া ও পাশে আছি আমরা সংগঠনের সমন্বয়কারী এসআর ওসমান গনি সজীব।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, সাবান, তেল ও লবন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply