ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইউসুফের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এক শোক বিজ্ঞপ্তিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মোকতাদির চৌধুরী এমপি বলেন, মরহুম অ্যাডভোকেট ইউসুফ ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিত সৈনিক। দেশ মাতৃকার টানে ১৯৭১ সনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। পরপারে মহান আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করুক। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply