নিজস্ব প্রতিবেদক//সময়নিউজবিডি
নভেল করোনা ভাইরাস কুভিড-১৯ প্রতিরোধে শক্ত ভূমিকা না রেখে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার এসিল্যান্ড ইকবাল হাসান দৈনিক কালের কন্ঠ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে একের পর এক হয়রানী করে যাচ্ছেন। পূর্বের অনিয়মের সংবাদ করার প্রেক্ষিতে গতকাল সোমবার (০৬ এপ্রিল) সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর নিজ বাড়ির সামনে ইটের খোয়া রাখায় দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। এ ঘটনায় সংবাদমাধ্যমকর্মী ও স্থানীয়দের মধ্যে তুমুল সমালোচনার ঝর উঠেছে। এতে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিকরা। স্ট্যাটাসে সাংবাদিকরা বলেন, সারাদেশের মানুষ যেখানে করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত , রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি কর্মকর্তা যেখানে করোনা মোকাবিলায় ব্যস্ত আর নবীনগরের এসিল্যান্ড আছেন সাংবাদিক শায়েস্তা করার কাজে অধিক ব্যস্ত।” সরকারি কর্মদিবসে অফিসে তালা ঝুলিয়ে আনন্দ ভ্রমণে নবীনগরের ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা” এমন শিরোনামে দৈনিক কালের কন্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই নবীনগরের এসিল্যান্ড অপুকে নানাভাবে হয়রানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এসিল্যান্ড ইকবাল হাসান এর এই ন্যাক্কারজনক ও আক্রোশমূলক ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
বহুল প্রচারিত দৈনিক কালের কন্ঠের জৈষ্ঠ প্রতিবেদক হায়দার আলী ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন সারাদেশের মানুষ যেখানে করোনা ভাইরাসের ভয়ে আতংকিত, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি কর্মকর্তা যেখানে করোনা মোকাবিলায় ব্যস্ত আর নবীনগরের এসিল্যান্ড আছেন সাংবাদিক শায়েস্তা করার কাজে অধিক ব্যস্ত।”
এ ঘটনার তীব্র সমালোচনা করে ডেইলি ডেইলিস্টার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি তরুণ সংবাদকর্মী মাসুক হৃদয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তাদের বিষয়টি নজর দেওয়ার আহবান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply