আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আইসোলেশনে তথাকথিত মানুষের অপপ্রচারের স্বীকার দুই দিনে ৬ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাদের মাঝে করােনা ভাইরাসের প্রাথমিক কােন লক্ষণ পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় জানিয়েছেন।
জানা গেছে সম্প্রতি নামে বেনামে তৈরী করা ফেইসবুক থেকে নাসিরনগর সদর ও চাতলপাড় ইউনিয়নের করােনা রােগী রয়েছে বলে অপপ্রচার শুরু করে। এই অপপ্রচারের সূত্র ধরে সােমবার ২জন ও মঙ্গলবার ৪ জনকে এনে আইসােলেশনে তাদের ৬ জনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে সেম্পল সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে উচ্চতর পরীক্ষার জন্য উক্ত ৬ জনের সেম্পল আইইডিসিআর প্রেরণ করা হয়েছে। এখনাে পর্যন্ত নাসিরনগরে কােনাে করােনা রােগীর পজিটিভ রিপাের্ট আসেনি বলে জানান এ কর্মকর্তা। অপপ্রচারের কারণে প্রকৃত আক্রান্ত কােনাে রােগী থাকলে তারা গা ঢাকা দিতে পারে। ফলে নাসিরনগরেও পরবর্তী ভয়াবহ মহামারী দেখা দিতে পারে। তাই অপপ্রচার থেকে বিরত থাকতে সবাইকে অনুরােধ করেন ডাঃ অভিজিৎ রায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply