স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কুভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে খেটে খাওয়া ছিন্নমূল মানুষজন কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন ১ হাজার ৪শত ৫৫টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনব্যাপী জেলার ৯টি উপজেলার অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন স্ব স্ব উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে- সদর উপজেলায় ১২০ টি, কসবা উপজেলায় ২১৩ টি, আখাউড়া উপজেলায় ২০০ টি আশুগঞ্জ উপজেলায় ৭৯ টি, নবীনগর উপজেলায় ১৬৩ টি, বাঞ্ছারামপুর উপজেলায় ৯৯ টি, নাসিরনগর উপজেলায় ১৬২ টি, সরাইল উপজেলায় ৩০৪ টি ও বিজয়নগর উপজেলায় ১১৫ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply