বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি
করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বার বার হাত ধোয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এতে হাত ধোয়ার জন্য কমবেশি সবাই হ্যান্ডওয়াশ ব্যবহারে আগ্রহী হচ্ছেন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ি অবৈধভাবে হ্যান্ডওয়াশ সহ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন। ইতি মধ্যেই বেশ কিছু অবৈধ কারখানা সিলগালা করে মালিকদের জরিমানা করেছেন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কে.এম.বি.আর.অ্যান্ড কোম্পানি নামে একটি অবৈধ হ্যান্ডওয়াশ কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে অবৈধ এ হ্যান্ডওয়াশ কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দেন। এসময় কারখানাটির মালিককে অবৈধভাবে হ্যান্ডওয়াশ তৈরি ও বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেন। এসময় হ্যান্ডওয়াশ তৈরির উপকরণ ও তৈরিকৃত অবৈধ হ্যান্ডওয়াশ জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ হ্যান্ডওয়াশ তৈরির এ কারখানার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কারখানাটিকে সিলগালা ও এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও বাজার পরিদর্শক নাজমুল হক সহ সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply