স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণে দিনদিন বেড়েই চলেছে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা। এতে স্তব্ধ পুরো দুনিয়া। যার প্রভাব বাংলাদেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ায় ও ইতিমধ্যে ৭জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের খবর নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন কার্যালয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ একরামউল্লাহ সংবাদমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।
এসময় সিভিল সার্জন সংবাদমাধ্যমকে জানান, আক্রান্তদের মধ্যে – ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২জন, আখাউড়া উপজেলায় ৩জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১জন ও নবীনগর উপজেলায় ১জন। এদের মধ্যে গতকাল শুক্রবার ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। সে জেলার নবীনগর উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণ সন্দেহে ব্রাহ্মণবাড়িয়া থেকে শনিবার পর্যন্ত ৬০ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply