আব্দুল হানান, নাসিরনগর প্রতিনিধি
মহামারী করােনা ভাইরাসের কারণে জেলার নাসিরনগর পােল্ট্রি ব্যবসায় ধস, খামারীদের মাথায় হাত। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে খামারীদের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য।
পাল্ট্রি খামার ব্যবসায়ী গুনিয়াউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গােলাম ছামদানী পিয়ারু, সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের ওবায়দুল হক, কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের শহিদুল্লাহ মিয়া, সাদ্দাম হােসেন, কলমধর আলী, বাবর আলী, হাফিজ উদ্দিন, মঈন উদ্দিন, মোঃ মজিদ আলী, কাহতুরা গ্রামের সালাহ উদ্দিন, লালু মিয়া, ফরিদ মিয়া, রেনু মিয়া, আফাই মিয়া, গােকর্ণ ইউনিয়নের গােকর্ন গ্রামের মনির মিয়ার সাথে কথা বললে তারা জানান, একবার অজানা এক মড়কের কারণে সমস্ত মােরগ মরে গেছে। অনেক টাকার ঔষধ সেবন করিয়েও কােন লাভ হয়নি। বর্তমানে করােনা ভাইরাসের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মােরগগুলাে খামার থেকে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এতে খামারীরা দিন দিন ব্যাপক লােকসানের দিকে ধাবিত হচ্ছে। ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন এনজিও এবং গ্রাম্য মহাজনদের নিকট থেকে ধার দেনা করে টাকা নিয়ে লাভের আশায় খামারগুলাে স্থাপন করেছেন। বারবার লােকসানের সন্মূখীন হওয়ায় মহাজনের ঋণ পরিশােধ না করতে পেরে এখন তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসার উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শ্লােগান একটি বাড়ী, একটি খামার। এই শ্লােগান অনুপ্রাণিত হয়ে তারা ধার কর্জ করে লাভের আশায় খামার তৈরী করেছিলেন। লােকসানী খামার ব্যবসায়ীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাদের পােল্ট্রি ব্যবসার ক্ষতি পােষিয়ে নিতে প্রণােদনা ও ভতুর্কির দাবী জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply