আল্লামা যোবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দগণ বলেন, আল্লামা যোবায়ের আহমদ আনসারী ছিলেন ইসলামের একনিষ্ঠ একজন মুখলিস খাদেম।তার গোটা জীবন কাটিয়েছেন মানুষদেরকে ইসলামের দাওয়াত প্রদানের মধ্যে। দেশে বিদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ছিলেন অত্যন্ত সুপরিচিত। ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে মুসলিম মিল্লাত হারিয়েছে দ্বীনের এক মুজাহিদকে। তার ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের নিকট বিশেষ মুনাজাত করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply