সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ঢাকা সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তিতাস পূর্বাঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা চান্দুরা ইউনিয়ন পরিষদের পাঁচ পাঁচ বার নির্বাচিত সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী ওরফে সেলিম চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টায রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন। তবে তার স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা যান।
মরহুমের ছোট ভাই বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল হক চৌধুরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, উনার প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে উনার দ্বিতীয় নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বল্প পরিসরে হবে। ইতিমধ্যে বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে আশ্বস্ত করেছেন নিরাপত্তার বিষয়ে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
উল্লেখ্য, কুতুব উদ্দিন চৌধুরী ওরফে সেলিম চৌধুরীর ১৫.১২.১৯৫১ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস পূর্বাঞ্চলের বর্তমানে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও চৌধুরী বাড়িতে জন্ম গ্রহন করেন। তিনি মৃত্যুবরণ করেন ২৩.০৪.২০২০ ইং তারিখে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply