নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের কাজির গাও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া ওরফে বাঘা ও উনার সহধর্মিনী মোছাঃ নাজমা বেগম।দিনব্যাপী উপজেলার ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন নিজ গ্রাম কাজির গাও সহ বিভিন্ন গ্রামের ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিতরন করেন। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গৃহবন্দি মানুষ। করোনায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী, মধ্যবিত্ত পরিবার সহ খেটে খাওয়া মানুষগুলো। আর এই সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায় মানুষদের সাহায্যর হাত বাড়িয়ে দেন যুক্তরাজ্য দম্পতি বাঘা ও নাজমা।রবিবার তেল, ডাল, লবন, পিয়াজ ও খেজুরসহ ও খাদ্যসামগ্রীর প্যাকেট সাধারন মানুষের ঘরে পৌছেদেন তারা।প্রবাসী শাহিন মিয়া বাঘা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় সারা পৃথিবীর মানুষ গৃহবন্দি। এই পরিস্থিতিতে আমাদের এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন মহা বিপাকে। তাই অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আশা করবো জাতির এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,২নং ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, ইউপি যুবলীগের সভাপতি তৈয়বুর রহমান ও সাজু মিয়া,মিফতাব মিয়া প্রমুখ। যুক্তরাজ্য দম্পতির খাদ্য সামগ্রীকে সাধুবাদ জানিয়ে যুবলীগ সভাপতি তৈয়বুর রহমান বলেন, অত্র এলাকায় এরকম অনেক দম্পতি আছেন যারা অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমার এলাকার খেটে খাওয়া মানুষে কষ্ট কিছুটা হলেও লাগব হবে। তাই সবার প্রতি উদার্ত আহবান জানানি বাঘা,নাজমা দম্পতির সুস্বাস্থ্য কামনা করেন। Attachments area
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply