ব্রাহ্মণবাড়িয়ায় করােনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা,ত্রাণ কার্যক্রম তত্বাবধান ও পরিবীক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সমন্বয় সাধনের লক্ষ্যে মত বিনিময় করেছেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তপন কান্তি ঘোষ বলেন, সংকটকালীন এ সময় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে থেকে জনগনের আস্থা অর্জন করে নিতে হবে। সরকার জনকল্যাণে যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সে উদ্দেশ্য বাস্তবায়নে সংশিষ্ট সকলকে সততার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খাঁনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সেনাবাহিনীর মেজর মোঃ মাহফুজ, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডাঃ একরামুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিষ্ট এসােসিয়েশনের সভাপতি মনজরুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগণ। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply