স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে মাঠে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সৌজন্যে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সম্মুখে জীবানুনাশক বুথ স্থাপন করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত ১০১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা পিএসসি ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে করোনা রোগীদের জন্য প্রস্তুতকৃত ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন করেন ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের প্রবেশদ্বারে সেনাবাহিনীর সৌজন্যে একটি ‘ডিসইনফেক্টেন্ট বুথ’ স্হাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন , আরএমও ডাঃ রানা নুরুস সামস, সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply