বৈশ্বিক করোনা সংকটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (০২ মে) সকালে সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের প্রতিবন্ধী কৃষক মোঃ বিল্লাল মিয়ার জমির ধান কেটে, ঝাড়াই মাড়াই ও বস্তাবন্দি করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কৃষকবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার আহবানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকদের ধান কাটা কর্মসূচি বাস্তবায়ন করছে।
একসময় ধান কাটায় অংশনেন সংগঠনের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ সহ-সভাপতি জামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ,সদর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপু সহ- সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,আব্দুল আজিজ সহ অন্যান্য নেতাকর্মীরা।
ধান কাটা শেষে প্রতিবন্ধী কৃষক মোহাম্মদ বিলাল মিয়ার স্ত্রী বলেন এই কঠিন সময়ে তাঁর জমির ধান কেটে দেওয়ায় জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন মানুষের দুঃখ-দুর্দশা যতদিন থাকবে ততদিন দরিদ্র মানুষের পাশে থেকে ধান কাটা ও খাদ্য কর্মসূচি সহ সকল মানবিক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক লীগ বদ্ধপরিকর। তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলাবাসীর প্রতি অনুরোধ জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply