সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যবসা প্রতিষ্ঠান সহ ৩১ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৬ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর সহ ৯ টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ জন ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply