স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রাদুর্ভাবে বাংলাদেশে চলমান লকডাউনের মধ্যে সরকার সারাদেশে আগামী ১০ মে ২০২০ ইং তারিখ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া হলেও ব্রাহ্মণবাড়িয়ায় কোন দোকানপাট খুলছে না।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান ব্যবসায়িক নেতারা।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে বৈঠকে ব্যবসায়ী নেতারা জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে সীমিত আকারে যেসব দোকানপাট খোলা রাখা সম্ভব সেগুলো খোলা রাখা হবে।
সভায় উপস্থিত এক ব্যবসায়ী প্রতিনিধি এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার দুপুরে জেলায় বিপনি বিতানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বৈঠকে বসেন জেলা প্রশাসক। এসময় সর্বসম্মতিক্রমে সকল বিপনী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা শহরের কোর্টরোডস্থ সিটি সেন্টার মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ বৈঠকে গৃহীত সিদ্ধানগুলো নিশ্চিত করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৬ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে.কর্ণেল আতাউর রহমান খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি আজিজুল হক, পরিচালক মোঃ শাহ আলম, আল মামুন প্রমুখ।
ব্যবসায়িক নেতৃবৃন্দের ১০ মে ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখার সিদ্ধান্তকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply