স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে ডক্টর সেফটি চেম্বারটি স্থাপন করা হয়েছে। যা আগামী ১০ মে রোজ রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।
জানা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাধ্যমে যেন হাসপাতালে কর্মরত কোন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্বচ্ছ কাঁচ ও স্টীল দিয়ে বক্সের মতো করে “ডক্টরস সেফটি চেম্বার” তৈরি করা হয়েছে। চেম্বারের ভেতরে থাকবেন চিকিৎসক ও বাহিরে থাকবেন আগত রোগী ও স্বজনরা।
ছাত্রলীগের এক নেতা জানান, ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী’র পৃষ্ঠপোষকতায় ও জেলা ছাত্রলীগের উদ্যোগে কাঁচ ও স্টীল দিয়ে “ডক্টরস সেফটি চেম্বার ” টি তৈরি করতে সময় লেগেছে ৭দিন। এতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ডক্টরস সেফটি চেম্বার ” টির ভেতরে থেকে চিকিৎসকদের কথা বলার জন্য একটি মাইক্রোফোন ও বাহির থেকে রোগীরা যেন কথা বলতে পারেন সেজন্য আরেকটি মাইক্রোফোন সংযুক্ত করা হয়েছে। অপরদিকে রোগীর শরীরে স্পর্শ করার প্রয়োজন হলে যাতে স্পর্শ করতে পারেন সেজন্য কাঁচের ভেতর দিয়ে গ্লাভস লাগানো হয়ে। পাশাপাশি এর ভেতরে চিকিৎসকের বিশ্রামের জন্য একটি বেঞ্চও রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন এ প্রতিবেদককে জানান, করোনা মহামারিতে নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সেজন্য চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জেলা সদর হাসপাতালের বর্হিবিভাগের সামনে কাঁচ ও স্টীল দিয়ে বক্সের মতো করে “ডক্টরস সেফটি চেম্বার” আমরা তৈরি করেছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন ছাত্রলীগের এ উদ্যোগের প্রশংসা করে জানান, রোগীদের সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। কারন আমরা কেউই জানিনা কে বা কারা করোনা ভাইরাসে আক্রান্ত। সেজন্য এ চেম্বারটি এই মূহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply