সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা- সিঙ্গারবিল বীর মুক্তিযোদ্ধা সড়কের কার্পেটিং কাজ সরজমিনে পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট নারীনেত্রী নাছিমা মুকাই আলী।
সোমবার (১১ মে) সকালে চান্দুরা-সিঙ্গারবিল সড়কের চান্দুরা ডাকবাংলো মোড় এলাকায় চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে নাছিমা মুকাই আলী বলেন, ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টায় সদর ও বিজয়নগর উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। যার অংশ হচ্ছে চান্দুরা-সিঙ্গারবিল বীর মুক্তিযোদ্ধা সড়কের বর্ধিতকরণসহ পুনঃসংস্কার কাজ। এতে কোন হেরফের করা হলে তা আমরা কোনভাবেই মেনে নেবনা। তিনি কাজের মান সঠিক রেখে দ্রুত সড়কটির কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন ও চান্দুরা ইউনিয়নের চেয়রাম্যান শামীমুল হক চৌধুরী।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট ২০১৯ ইং তারিখে ২২ কোটি টাকা ব্যায়ে চান্দুরা-সিঙ্গারবিল “বীর মুক্তিযোদ্ধা ” সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। আগামী ২০২১ ইং সনের ২৪ আগস্ট (দুই বছর মেয়াদে) কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। কাজটি বাস্তবায়ন করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মৈত্রী এন্টারপ্রাইজ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply