স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর কঠোর দিকনির্দেশনায় করোনা কালীন সময়ে সরকারের খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির যথাযথ বিতরণ নিশ্চিত করতে জেলা জুড়ে প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ইউপি নারী সদস্যের ঘর থেকে ১৮ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য বেগম নিলুফা আক্তারের ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি খাদ্য অধিদপ্তরের মনোগ্রামযুক্ত ১৮ বস্তা চাল সহ হাতেনাতে আটক হওয়ায় এবং কোন উপযুক্ত কারণ প্রদর্শনে ব্যর্থ হওয়াতে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের (মহিলা) সদস্য বেগম নিলুফা আক্তার-কে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৭ ধারা ভঙ্গের অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বেগম নিলুফা আক্তারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনাকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দানা মিয়া সহ বিজয়নগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply