সময়নিউজবিডি রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণের ফলে হঠাৎ কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম এর অংশ হিসাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) সদর উপজেলার সীতানগর, কাশিনগর ও শিমরাইলকান্দি এলাকার ঋষি ও মৎস্যজীবীদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ব্যুরো বাংলাদেশ এর সহযোগিতায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সীতানগর কাশিনগর ও শিমরাইলকান্দি এলাকার ঋষি ও মৎস্যজীবী ১০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম ভুইয়া, ব্যুরো বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply