সময়নিউজবিডি রিপোর্ট
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পরিস্থিতির স্বাভাবিকতা অব্যাহত রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বিক্রয় কার্যক্রম নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৫ মে) জেলা শহর সহ সকল উপজেলায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
একইসাথে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী এবং ওএমএস চাল বিক্রয় কার্যক্রম ও মনিটরিং অব্যাহত ছিল। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সবধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
বাজার মনিটরিং কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply