সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও চলছে লকডাউন। লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মে) দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সহ জেলার ৯ টি উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দিনব্যাপী করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাক্ষণবাড়িয়া শহরসহ ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭৭ জন ব্যক্তিকে ২ লাখ ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply