বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লুৎফর রহমান মুকাই আলীর প্রতিষ্ঠিত “লুৎফর রহমান ফাউন্ডেশন” ‘র উদ্যোগে বিজয়নগরে ইমামদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ইমামদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী নাছিমা মুকাই আলী।
তিনি উপজেলার ইছাপুরা ইউনিয়ন, চম্পকনগর ইউনিয়ন এবং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণকালে নাছিমা মুকাই আলী বলেন, ইমাম সাহেবগন হচ্ছে আমাদের সম্মানিত ব্যক্তি। উনাদের সম্মানুযায়ী কোন কিছুই আমরা করতো পারবো না। তারপরও লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামান্য কিছু উপহার সামগ্রী প্রদান করেছি যা উনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply