সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে করোনায় আক্রান্ত -১৮

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে করোনায় আক্রান্ত -১৮

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ায় বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ১৮ জন আক্রান্ত হয়েছেন। যা জেলার সর্বোচ্চ একদিনে আক্রান্তের সংখ্যা। 
শুক্রবার (২২ মে) সিভিল সার্জন কার্যালয়ে ১৮ জন করোনা পজিটিভ রোগীর রিপোর্ট আসেন বলে সংশ্লিষ্ট দপ্তরের একটি সূত্র জানিয়েছেন। 
আক্রান্তরা হলেন – জেলার কসবার মেহেরীতে ২ জন,কালিয়ারাতে ১ জন, কুটিতে ১ জন, সাকুরাতে ১ জন, আশুগঞ্জের চরসোনাপুরে ১ জন, সরাইলের শাহবাজপুরে ২ জন, নবীনগরের পশ্চিমপাড়ায় ৩ জন, জিনোদপুরে ১ জন, সোনালী ব্যাংকের ৩ জন আনসার সদস্য, আখাউড়ার আদমপুর মোগড়ায় ২ জন ও সদর উপজেলার পৌর এলকার মেড্ডায় ১ জন।
এদিকে ১৮ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ১৩ জন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাগরিক, ২ জন কুমিল্লার নাগরিক, ১ জন চট্রগ্রামের, ১ জন বরিশালের ও ১ জন গাজীপুরের নাগরিক।        

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
উল্লেখ্য, ২২ মে ২০২০ ইং রোজ শুক্রবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com