স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাত্র ১০ টাকার জন্য এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে।
জানা যায় শুক্রবার (২৯ মে) সকালে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারের ব্যবসায়ী বাসুদেব দাস (৬০) নামে এক ব্যবসায়ীর দোকানে স্থানীয় পীতুষ দাস নামে এক যুবক কিছু মালামাল ক্রয় করে নগদ টাকায় বিল পরিশোধ করেন। এসময় মালামালের মূল্যের বেশি টাকা দেওয়ার পর অবশিষ্ট টাকা ফেরত দেন দোকানী। কিছুক্ষণ পর পীতুষ নামে ঐ যুবক একটি ১০ টাকার নোট পরিবর্তন (বদল) করতে আসলে দোকানী বাসুদেব দাস জানান, টাকা ফেরত নেওয়ার সময় দেখে নেননি। এখন বদল করে দেওয়া যাবেনা। এতে ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর একটি লোহার পাইক নিয়ে এসে দোকানী বাসুদেব দাস ও তার ভাই জয়দেব দাসকে বেধড়ক পিটিয়ে আহত করলে স্থানীয়রা এগিয়ে এসে আহত বাসুদেব ও জয়দেবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত বাসুদেব দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় বাসুদেব মারা যান। এ ঘটনায় বাসুদেব দাসের ভাই জয়দেব দাস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত বাসুদেব দাস চান্দুরা ইউনিয়নের রসলপুর গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply