সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে সরজমিন পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার (০৪ জুন) জেলার বিজয়নগর, কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল উপজেলার বিভিন্ন স্থানে সরজমিন পরিদর্শন ও যাচাই-বাছাই করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে জেলার বিজয়নগর উপজেলার পত্তন, নুরপুর, হরষপুর, বুধন্তী, নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন ও সরাইল উপজেলার আখিতারা, নোয়াগাঁও ও চুন্টা ইউনিয়নের প্রায় ৯৫টি দরিদ্র ভূমিহীন পরিবারের মাঝে প্রায় ৫ একর ১০ শতক কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে সরজমিনে পরিদর্শন তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
অপরদিকে জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন, আখাউড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ‘ক’ (ভূমিহীন ও গৃহহীন) ও ‘খ’ (ভূমি আছে, কিন্ত গৃহহীন) তালিকাভুক্ত পরিবারের বর্তমান অবস্থা পরিদর্শন ও যাচাই করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply