সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান বলেছেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করা হলো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (০৫ জুন) কসবা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
কসবা পৌরসভার বিভিন্ন সড়কে ও দোকানপাটে সামাজিক দূরত্ব বজায় রাখা, গণপরিবহনে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন ও সর্বাবস্থায় প্রত্যেক নাগরিককে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসিল্যান্ড হাসিবা খান জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাফেরা না করার আহবান জানান।
এসময় কসবা থানা পুলিশের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরাসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কসবা উপজেলায় আজ শুক্রবার ৭জন সহ এ পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে জন আক্রান্ত হয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply