আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগরে গত ৬ জুন ২০২০ ইং তারিখে ভয়াবহ টর্ণেডাের আঘাতে ক্ষতিগ্রস্থ হওয়া পরিবারের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসী আশুরাইল গ্রামের কৃতি সন্তান মােয়াজ্জেম হােসেন চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ায়
এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য আজদু মিয়া, যুক্তরাষ্ট ভিত্তিক কবি ও নজরুল গবেষনা প্রতিষ্ঠান তরঙ্গ,ক্যালিফাের্নিয়ার বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল, লায়ন্স ক্লাব অব নাসিরনগরের প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মাের্শেদ সাহান,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক, দৈনিক আমার সংবাদ, এশিয়ান টেলিভিশন ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম এর নাসিরনগর উপজেলা প্রতিনিধি মােঃ আব্দুল হান্নান, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, মােজাম্মেল হক সবুজ, আকতার হােসেন ভুইয়া, আসমত আলী, শেখ সিরাজুল ইসলাম, মােরাদ মৃধা,এন,জি,ও ম্যানেজার মােহাম্মদ আলী, শামীম তালুকদার, আলী আকরাম খন্দকার স্বপন, খাইরুল ইসলাম, শাহ আলম পাঠান, আবুল কাসেম প্রমুখ।
লায়ন্স ক্লাব অব নাসিরনগরের সার্বিক সহযােগিতায় উপজেলার বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply