স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাসহ ৩০ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গত ৭ জুন রবিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার) সুপারিশের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশিত গেজেট থেকে তাদেরকে বাতিল করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
জানা যায়, মহান স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭১ ইং সনের ১৬ ই ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হুরায়রাসহ ৩০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজিবি গেজেটে বাতিল হওয়া অন্যান্যরা হলেন – নবীনগর উপজেলার বিটঘর মিরপুরের মোঃ আবদুর রহিম, সাতমোড়ার মোঃ সাইদুল ইসলাম, পাকভাঙ্গুরা বলিবাড়ির আবদুল হালিম, বিটঘরের মোঃ আবু তাহের, ইব্রাহিমপুর কাঠালিয়া এলাকার ফজলুর রহমান, বড়িকান্দির নাজির হোসেন, শ্যামগ্রাম কুলাসিম এলাকার সাইদুল আলম খান, বড়িকান্দির মোঃ শাহজাহান আলী, ভোলাচং কাজিমাবাদের মোঃ শফিকুল ইসলাম, বিটঘর কুড়িগ্রামের আবু মুছা ভুইয়া, শাহপুরের আবদুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা এলাকার দেলোয়ার হোসেন, বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদের আবদুল করিম, আবদুল বাকী, রূপসদীর আবদুল আওয়াল, রামচন্দ্রপুরের এ.কে.এম. ফজলুল হক, দড়িকান্দির কাজী হাবীব উল্লাহ, কসবা উপজেলার চন্দ্রপুরের আবু সাঈদ মীর, শাহপুর গৌরিপুরের হারুন-অর-রশিদ, খাড়েরার মারুফ মিয়া, চারগাছ বাহাদুরপুরের ওয়ালি উল্লাহ, তালতলা ধর্মপুরের মোঃ মোসলিম মিয়া, গোবিন্দপুরের আঃ ছালাম (গ্যাজেট নং-৬৯৮১), বিসারবাড়ির মোঃ আবদুল আজিজ, সোনারগাঁও এলাকার এনামুল হক, গোবিন্দপুরের আবদুস ছালাম (গ্যাজেট নং-৭১১৯), সরাইল উপজেলার কালিকচ্ছের আবদুর রাজ্জাক, উপজেলা সদরের উচালিয়াপাড়ার ওবায়েদ উল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর শহরের সওদাগড়পাড়ার আবু হোরায়রা।
এছাড়াও বিমানবাহিনীর গেজেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোঃ আবদুল আলিমের নাম বাতিল করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply