সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণ যতো দিন যাচ্ছে ততই বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়া নতুন করে আরো ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে আসা রিপোর্টের মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন ও নিহত হয়েছে ৪ জন।
করোনা আক্রান্ত ২৯ জনের মধ্যে জেলা সদরে ১০ জন, আখাউড়ায় ৪ জন, কসবায় ১০ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন ও নাসিরনগরে ১ জন।
এদিকে আজ মঙ্গলবার ৯ জুন ২০২০ ইং দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন উপজেলায় কতজন করোনা আক্রান্ত হয়েছেন তা নিম্নে দেওয়া হলো।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮০ জন, বিজয়নগর উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ১১ জন, আশুগঞ্জ উপজেলায় ১১ জন, নাসিরনগর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ২৪ জন, কসবা উপজেলায় ৩৬ জন, নবীনগর উপজেলায় ৮৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply