নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শাখা সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন এই নিয়ে একই ব্যাংকে করোনা আক্রান্ত হয়েছেন দুইজন।
আক্রান্ত কর্মকর্তার বয়স ৩০ বছর বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্তের রিপোর্ট আসে। নবীগঞ্জ শহরের মধ্যে বাজারে একটি জনবহুল মার্কেটে সোনালী ব্যাংকটি অবস্থিত হওয়ায় অনেকের মনে শংকা জেগেছে আক্রান্তের সংখ্যা এখন লাফিয়ে লাফিয়ে বাড়বে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও জনাব, আব্দুস সামাদ আজ সকালে জানান, এই পর্যন্ত ৬১৪ নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোর্ট এসেছে ৪৬৬ জনের এরমধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, আক্রান্ত ২৫ জন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা পাঠিয়েছেন। অপর দুইজন, সিলেট ল্যাব ও মৌলভীবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা পাঠানোর পর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে সুস্থ হয়েছেন ১৮ জন। এদিকে আক্রান্ত ব্যাংক কর্মকর্তা বর্তমানে নিজ বাসায় আইসলোশনে আছেন । সচেতন মহল মনে করছেন, সোনালী ব্যাংকে ২ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় পরও বয়স্কভাতা, বিধবাভাতা, সহ স্বাভাবিক কার্যক্রম চলছে নিয়মিত। শীগ্রই ব্যাংকটি লক ডাউন ঘোষণা না করা হলে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে শংকা প্রকাশ করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply