স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ২৮৯ টি করোনা রিপোর্ট আসে। এর মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ২৮৯ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৮ জন, আখাউড়া ৩ জন, কসবায় ২৭ জন, আশুগঞ্জে ২ জন ও নাসিরনগরে ৩ জন। আক্রান্তদের মধ্যে ১ জন চিকিৎসক, ২ জন পুলিশ সদস্য ও ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ জন ও মারা গেছেন ৬ জন।
এদিকে জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১৪ জন, আখাউড়ায় ২৭ জন, বিজয়নগরে ১৪ জন, নাসিরনগরে ২৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২, নবীনগর উপজেলায় ৯৫ জন, সরাইলে ২১ জন, আশুগঞ্জে ২১ জন ও কসবা উপজেলায় ৬৩ জন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা মেনে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যেতে ও বিশেষ প্রয়োজনে বাহিরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply