স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৪০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৫২ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার (২৪ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ২৯৫ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪০ জন করোনা সনাক্ত হয়েছে। ৪০ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, আখাউড়ায় ৩ জন, নাসিরনগরে ১ জন, কসবায় ৯ জন, বিজয়নগরে ১ জন, নবীনগরে ৭ জন, সরাইলে ৩ জন ও আশুগঞ্জ উপজেলায় ৩ জন।
আজ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৬৫২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন ও মারা গেছে ৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৪ জন, আইসোলেশনে আছেন ৫১১ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৮৫২০ জনের ও ফলাফল পাওয়া গেছে ৬৪৫৩ জনের।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply