স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের অভিযানে পৃথক পৃথক স্থান থেকে সাগর মিয়া (২৪) ও সাজিদ মিয়া (২৫) নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে একটি অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সাগর মিয়াা, পিতা- জহির মিয়া স্থায়ী : গ্রাম- চড়িলাম (ইউপি-ধনাশি) , উপজেলা/থানা- নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে জেলা শহরের কাউতলী ও সাজিদ মিয়া, পিতা- কাদির মোল্লা ঘাটুরাকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ কাউতলী ও ঘাটুরা এলাকা হতে হাতে নাতে গ্রেফতার করে।
পরে ছিনতাইকারীদের স্বীকারোক্তী মোতাবেক লুন্ঠিত অপ্পো-৯ মোবাইল ও হাওয়াই মোবাইল ফোন সেট দুইটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত সাজিদ ঘটনার কথা বর্ণনা করে ব্যাগের ১৫০০টাকা পাওয়া কথা স্বীকার করেন।
পরে উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৬৬, তাং-২৯/০৬/২০২০ইং, ধারা-৩৯২ পেনাল কোডে মামলা রুজু করা হয়। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০জুন রাত অনুমান ৮টায় আব্দুর রহমান রতন প্রধানীয়া তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে চিলোকূট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসায় আসার পথে উত্তর পৈরতলা দাড়িয়াপুর রেলওয়ে ব্রীজ সংলগ্ন রাস্তায় পৌঁছালে তিন জন মুখোশধারী মোটর সাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়া ভয় দেখিয়ে আব্দুর রহমান এর মানিব্যাগ ৩০ হাজার টাকা, একটি অপ্পো-৯ মোবাইল সেট, ১৪ হাজার টাকা মূল্যের একটি হুয়াই মোবাইল ফোন সেট, উনার স্ত্রী জিন্নাত পারভীন এর কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, এক জোড়া স্বর্ণের দোল নিয়া যায়। যাহার মূল্য ৯০,০০০/-টাকা, এসময় তাহার জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড, ভিসা কার্ডসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ এর সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply