স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ১০৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (০১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ৭৭৮ টি রিপোর্ট আসে। এর মধ্যে ১০৪ জন করোনা সনাক্ত হয়েছে। ১০৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, আখাউড়ায় ১৭ জন, বিজয়নগরে ১৩ জন, নবীনগরে ১৩ জন, নাসিরনগরে ৮ জন, কসবায় ৮ জন, আশুগঞ্জে ৮ জন, সরাইলে ৪ জন ও বাঞ্ছারামপুরে ৩ জন।
এদিকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৪৯ জন, আখাউড়া ৭৩ জন, বিজয়নগরে ৩৮ জন, নাসিরনগরে ৪৯ জন, বাঞ্ছারামপুরে ৮৬ জন, নবীনগরে ১৬৭ জন, সরাইলে ৮২ জন, আশুগঞ্জে ৫৫ জন ও কসবায় ১৭৩ জন।
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৭ জন, আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৭২৯ জন। আজ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১০৭২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৩ জন ও মারা গেছে ১৩ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply