সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু।। পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে অসুস্থতার কারনেই মৃত্যু প্রবর্তক একাডেমির আয়োজনে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সরাইলে প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই” দাবিতে সংবাদ সমেলন সরাইলে ৩০জন অটোরিক্সা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় “কাচ্চি ভাই” রেস্টুরেন্টকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল অনুষ্ঠিত
নাসিরনগরে অসচ্ছল ব্যক্তিদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগরে অসচ্ছল ব্যক্তিদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি   

ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম ঐচ্ছিক তহবিল থেকে অসচ্ছল ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। 
রবিবার (০৫ জুলাই) বিকেলে নাসিরনগর মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে ১শতজন অসচ্ছল ব্যক্তির মাঝে প্রত্যেক নগদ এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।     
নগদ অর্থ সহায়তা প্রদানকালে বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারী করোনা পরিস্থিতিতেও আপনাদের পাশে আছেন। তিনি করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে ১শত জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করেন।       
এদিকে পৃথক আরেকটি অনুষ্ঠানে সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম ৪৪ জন্য প্রতিবন্ধীদের মাঝে প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করেন। একই দিনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ১২ জন নারীর মাঝে স্থানীয় অফিসার্স ক্লাবের সামনে ১২টি সেলাই মেশিন বিতরণ করেন এবং উপজেলার ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫ টি স্মার্ট টেলিভিশন ও উপজেলার বিভিন্ন স্কুলের জন্য ১৪৭টি সিলিং ফ্যান বিতরন করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নাসিরনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ এ.টি.এম আরিছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ প্রমুখ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com