ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন ঢাকায় ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলী ও পদায়ন হওয়ায় সার্ক মানবাাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (০৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা কমিটির সহ-সভাপতি মাই টিভির জেলা প্রতিনিধি কাউছার এমরান, যুগ্ন সাধারন সম্পাদক ডাক্তার সৈয়দ আরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শহর শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শহিদুল হক ভূঁইয়া।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর থানার অফিসার ইনচার্জ রঞ্জিত কুমার, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহজাদাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল্লা ঠাকুর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া মিন্টু, শহর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামীম আহমদ, আব্দুল আজিজসহ নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply