স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাপে কম দেওয়ায় মেসার্স এস রহমান ফিলিং স্টেশন নামে এক পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দুপুরে জেলা শহরের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, জেলা শহরের ভাদুঘর এলাকায় এস রহমান ফিলিং স্টেশন নামে পেট্রোল পাম্প দীর্ঘদিন ধরে তেল বিক্রিতে মাপে কম দিচ্ছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গ্রাহককে প্রতি লিটার তেলে এক থেকে দেড়শত মিলিলিটার তেল দেওয়ার ঘটনা প্রমাণিত হয়ে ২০১৮ সনের ৪৬ ধারা ভঙ্গের দায়ে এস রহমান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেসার্স এস রহমান ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply