স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ বাজারে আসছেন “বাউনবাইরার সুলতান”। দীর্ঘ দুই বছর আট মাস পর ” সুলতান” বাজারে আসবেন বলে জানিয়েছেন তার দেহরক্ষী মোজাম্মেল হক রতন। তবে এই সুলতান কোন দেশের বা রাজ্যের বাদশা সুলতান না। “সুলতান” দেশীয় ক্রস জাতের এক ষাঁড়’র নাম। ষাঁড়টি দেখতে একদম চিকচিকে কালো। যেমন দেখতে সুন্দর তেমনি সুঠাম দেহের অধিকারী “বাউনবাইরার সুলতান “।
“সুলতান” এর মালিক মোজাম্মেল হক রতন শখ করে এর নামে দিয়েছেন “বাউনবাইরার সুলতান”। নামে যেমন সুলতান, ঠিক তার পরিচর্যায়ও সুলতানি আরাম আয়েশেই করে থাকেন তার মালিক। মোঃ মোজাম্মেল হক রতন পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি শখ করে তিনি দেশীয় ক্রস জাতের তিনটি ষাঁড় ও শাহী আওয়াল জাতের আরো তিনটি ষাঁড় নিয়ে ছোট একটি গরুর খামার করেন। এর মধ্যে ” বাউনবাইরার সুলতান” এর বয়স দুই বছর আট মাস। বাকীগুলোর কোনটির ১২ মাস ও কোনটির ১৭ মাস।
রতন জানান, গত দুই বছর আট মাস আগে দেশীয় ক্রস জাতের একটি গাভীর পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই তাকে অত্যন্ত যত্নসহকারে পালন করে আসছি। কোন প্রকার ক্ষতিকর খাবার ও ইনজেকশন ছাড়াই দেশীয় খাবারের মাধ্যমে গরুগুলো পালন করে আসছি। তিনি জানান, নিজের শোয়ার ঘরে ময়লা থাকলেও গরুর থাকার ঘরগুলো নিয়মিত প্রতিদিন তিনবার করে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। ৬ টি গরুর জন্য তিনটি ঘর করা হয়েছে। প্রতিটি ঘরে দুটি করে গরু রাখা হয়। খৈল,বুশি, খর, রাব ও ঘাস খাওয়ানো হয় গরুগুলোকে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইসলাম উদ্দিন ভুইয়ার ছেলে মোজাম্মেল হক রতন পেশায় একজন সফল ব্যবসায়ী। স্থানীয় নোয়াগাঁও মোড় বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারি কাম মুদি দোকানের ব্যবসা করেন তিনি।
খামারের মালিক মোজাম্মেল হক রতন তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর ০১৭১৫৯৬৮৯৩০ এ কল দিয়ে জানতে চাইলে তিনি জানান, শখের বসেই আমি ৬ টি গরুর একটি খামার করেছি। নিয়মিত উপজেলা প্রাণী ও মৎস্য সম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে গরুগুলো পালন করে আসছি। গত ১৫ দিন আগে এক পশু ডাক্তার আমার দেশীয় ক্রস জাতের বড় ষাঁড়টি পিতা দিয়ে মেপে এর ওজন ১ হাজার কেজি হবে বলে ধারণা করেন। কিন্তু আমরা আইডিয়া অনুযায়ী “বাউনবাইরার সুলতান” এর সর্বসাকুল্যে ১১শত কেজি হবে। এই হিসেবে ষাঁড়টির ওজন সাড়ে ২৭ মন হবে।
রতন আরো জানান, এ বছর কুরবানির ঈদের (পবিত্র ঈদ উল আযহা) বাজারে আমার শখের এ “বাউনবাইরার সুলতান” কে বাজারে নিয়ে যাবো। ইতিমধ্যে অনেকেই ষাঁড়টি কিনতে আমার বাড়িতে আসছে। তিনি বলেন, কারো পছন্দ হলে বা কেউ যদি আমার এ সুলতানকে কিনতে চাই তাহলে আমার এই ০১৭১৫৯৬৮৯৩০ মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসার আহবান জানাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply