ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সোমবার তিনি ব্রাহ্মণবাড়িয়ায় পিবিআই কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
মোহাম্মদ শাখাওয়াত হোসেন ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। ২০১৮সালের নভেম্বরে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।
চাকুরী জীবনে মোহাম্মদ শাখাওয়াত হোসেন র্যাব সদর দপ্তর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, গোপালগঞ্জ সদর সার্কেল, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে মোহাম্মদ শাখাওয়াত হোসেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে দায়িত্বভার পালন করে এসেছেন। তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply