বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক প্রয়াত চৌধুরী আফজাল হোসেন নিছারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৫ টায় শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু কালাম ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ.এইচ.এম. মাহবুব আলম সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রয়াত চৌধুরী আফজাল হোসেন নিছার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন জেলা ওলামা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ্। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply