স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণের মধ্যেই আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এ উপলক্ষে সরকারি নির্দেশনা মেনে পশুর হাট বাজারে ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছেন কিনা তা পরিদর্শন করেছেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর বাজারে কুরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট নারীনেত্রী নাছিমা মুকাই আলী বাজারে উপস্থিত ক্রেতা -বিক্রেতাদের সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার অনুরোধ জানান। তিনি উপজেলার সকল পশুর হাটে যেন ক্রেতা-বিক্রেতারা নিরাপদে পশু কেনাবেচা করে বাড়ি ফিরতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply