বিজয়নগর প্রতিনিধি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ্ব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া বলেছেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল হচ্ছে জাতীয় পার্টি। সে জন্য আগামী ১৮ জুন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুঁইয়ার বিজয় সুনিশ্চিত করতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ নিজ এলাকায় মহাজোট প্রার্থীর নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনার আহবান জানান।
বুধবার (১২ জুন) বিকেলে চম্পকনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তানভীর ভুইয়ার সমর্থনে জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এমদাদ বারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ওয়াহেদুল হক ওয়াহাব, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নাছির আহম্মদ খান, সৈয়দ মোকাব্বের, জেলা জাতীয় ওলামা পার্টির সাধারন সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম।
সভায় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply