ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট বীর মুক্তিযােদ্ধা অনিল চন্দ্র বনিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতরােগে ভুগছেন।
সোমবার (০৩ আগস্ট) বিকেলে অসুস্থ্য শিক্ষক অনিল চন্দ্র বনিককে দেখতে তার মেড্ডাস্থ বাসায় যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আমরা মুক্তিযােদ্ধার সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দ তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন ও চিকিৎসার খোঁজখবর নেন।
পরে তারা প্রিয় এই শিক্ষকের রােগমুক্তি কামনায় দােয়া করেন।আমরা মুক্তিযােদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মােঃ এনামুল হক কাজল, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, অর্থ বিষয়ক সম্পাদক মােঃ আব্দুল হান্নান বাবুল, পৌর শাখার সাধারণ সম্পাদক আল-আমিন রবিন, মােঃ ইব্রাহিম, মােঃ হাবিবুর রহমান ও শিক্ষক অনিল চন্দ্র বনিকের ছেলে সজল বনিক। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply